আগে পুরোটা পড়ার অনুরোধ রইলো:
গতকাল আমি আমার রানিং কম্পিউটার এ কেসিং এর ভিতরে ধুলোবালি জমে ছিল তাই ধুলো পরিষ্কার করার জন্য খুলেছিলাম। ধুলো পরিষ্কার করতে করতে এক পর্যায়ে প্রসেসর এর খুলেছি। প্রসেসর খোলার পরে প্রসেসর স্লট এ হাত দেওয়ার পরে আমার হাতের আঙ্গুলেের নখ লেগে প্রসেসর স্লটের কয়েকটা পিন বাকা হয়ে যায়। পিন বাকা হয়ে যাওয়ার ফলে আমার মাদারবোর্ড টি প্রায় অকেজো হয়ে আছে। ভাই রানিং কম্পিউটার টা খুলে আমি নিজে পাকামী করে ক্লীন করতে গিয়ে নিজের এই ক্ষতিটা করলাম। এখন আমি কম্পিউটার এর মাদারবোর্ড বাদে বাকি পার্টস্ গুলো বিক্রয় করে দিবো।
HDD: 1TB, 100% ভালো- দাম: 1200 টাকা
RAM: 4GB+4GB=8GB,DDR3-1600hz,100% ভালো- দাম: 1000 টাকা
প্রসেসর: intel core -i3 4th gen , দাম: 1000 টাকা
Power supply+Casing ,দাম: 800
এই গুলো বিক্রয় করবো। কারও লাগলে নিতে পারেন।
খুব সীমিত মূল্যে বিক্রয় করে দিব।