AULA S505 RGB GAMING HEADSET.
১ দিন আগে কিনেছি এবং
এটিতে রয়েছে ১ বছরের ফুল ওয়ারেন্টি।
এটা কিনেছি ১৭৫০ টাকা দিয়ে।
এই হেডফোনটি খুবই কমফোর্টেবল।
এই বাজেটে অনেক হেডফোনে আছে যেগুলো সাধারণত
ব্যবহার করে খুব একটা মজা পাওয়া যায় না
কিন্তু এটা তেমন নয়।
এটি FULL RGB ভার্সনের হেডফোন।
তাই এটি দেখতেও খুবই সুন্দর।
আর সাউন্ড কোয়ালিটির তো কোন কথাই হবে না
এক কথায় বলতে গেলে অসাধারণ।
এই বাজেট রেঞ্জের মধ্যে তো এই সাউন্ড কোয়ালিটির কোন হেডসেট তো নাই ই বরং তিন হাজার টাকার নিচের কোন হেডফোনে এইরকম সাউন্ড কোয়ালিটি ও খুব কমই আছে।
এটার ইনবিল্ড মাইক্রোফোন কোয়ালিটি ও জোস লেভেলের।
সবদিক থেকে যদি পারফেক্ট হয় তাহলে এটি আমি কেন বিক্রি করে দেব,
এই প্রশ্ন কিন্তু উঠতেই পারে
তাই বলে দিচ্ছি আমি একটি CORSAIR এর হেডফোন গিফট পেয়েছি ।
যার দাম প্রায় ৬০০০৳+
তাই একটা তো তেমন ব্যবহার করা হবে না এর জন্য বিক্রি করে দিচ্ছি আর কি।
আর একটা দাম ফিক্সড
পুরো বাংলাদেশ হোম ডেলিভারি করা যাবে।