
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত একটি স্বনামধন্য প্রাইভেট কোম্পানির মাধ্যমে দেশের অভ্যন্তরে চলমান প্রোজেক্টে কর্মরত ওয়ার্কারদের পরিচালনা করার জন্য নিম্নলিখিত পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
কোম্পানির নামঃ
প্যাভিলিয়ন প্রাইভেট লিমিটেড।
পদের নামঃ
অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার।
খালি পদঃ
১০ জন।
চাকরির দায়িত্বসমূহঃ
• ১০-১২জন ওয়ার্কারদের দেখাশুনা ও পরিচালনা করতে হবে।
• ওয়ার্কারদের সকল কিছুর তদারকি করতে হবে।
• ওয়ার্কারা ঠিক মত ডিউটি করছে কি তা খেয়াল রাখা।
• বেতনশিট তৈরি করা।
• কর্মচারীদের অভারটাইমের সময় লিপিবদ্ধ করা।
• ওয়ার্কারদের ছুটির হাজিরাশিট তৈরি করা।
শিক্ষাগত যোগ্যতাঃ
৮ম / এস এস সি / এইচ এস সি সমমান।
অভিজ্ঞতাঃ
• প্রয়োজন নহে।
• অভিজ্ঞতা থাকলে অগ্রধিকার দেওয়া হবে।
কর্মস্থলঃ
• ঢাকা।
বেতনঃ
১৪,০০০ - ১৬,০০০ টাকা।
কোম্পানীর সুযোগ সুবিধাদিঃ
• উৎসব বোনাস।
• প্রতি মাসের ৫-১০ তারিখের মধ্যে বেতন দেওয়া হয়।
• ওভারটাইম এর ব্যবস্থা আছে।
• সাপ্তাহিক ছুটি ১ দিন।
• বিশেষ প্রয়োজন এ ছুটির ব্যবস্থা আছে।
• অনান্য সুবিধা আলোচনা সাপেক্ষ।
চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহঃ
১।সিভি/ বায়োডাটা ১ কপি।
২।শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি।
৩।চেয়ারম্যান সার্টিফিকেট।
৪।ভোটার আইডি কার্ড এর ফটোকপি।
৫।জন্ম সনদ যদি ভোটার আইডি না থাকে।
৬।২ কপি পাসপোর্ট সাইজ ছবি।
৭।বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।
৮।কেবল মাত্র পুরুষরা আবেদন করতে পারবেন।
➡️বিস্তারিত জানার জন্য কল করুন Apply তে ক্লিক করে উক্ত নাম্বারে।
➡️ আগ্রহী প্রাথীরা স্ব-শরীরে নিম্নোক্ত ঠিকানায় উপরে উল্লেখিত কাগজপত্র সহ আসার জন্য অনুরোধ করা হল।
বি দ্রঃ চাকরি কনফার্ম হলে ফর্ম ফিলাপ এবং কোম্পানির পোশাকের জন্য নির্বাচিত প্রাথীদের কে যোগদানের সময় ৫০%পোশাক ফি কোম্পানিকে প্রদান করিতে হবে৷
অফিসের ঠিকানাঃ
বাসা-৫৯,রোড-০৩,ব্লক-জি,বানশ্রী,রামপুরা,ঢাকা-১২১৯।