যেসব কারনে নামাজ ভঙ্গ হয় তার ১ম কারণ নামাজে অসুদ্ধ তিলোয়াত!
প্রত্যেক নর-নারীর ওপর কোরআন এতটুকু সহিহ শুদ্ধ করে পড়া ফরজে আইন, যার দ্বারা অর্থ পরিবর্তন হয় না। অর্থ পরিবর্তন হয়, এমন ভুল পড়ার দ্বারা নামাজ নষ্ট হয়ে যায়। অর্থাৎ ৫০বৎসর ইবাদত করলে পরকালে দেখবেন আমলনামা শূন্য!
আছছালামু আলাইকুম।
"ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরয।" (ইবনে মাজাহ)
আল্লাহপাক বলেন:
আমি কুরআন মাজীদকে অতি সহজ করিয়াছি।
(১) মানুষের যেমন চেহারা ও নাম আছে, তেমনি আরবী ২৯ টি হরফের ভিন্ন ভিন্ন চেহারা ও নাম আছে, উহার সহীহ্ উচ্চারণ শিখিলে,
(২) যবর, যের, পেশ ও জযম তাশদীদের ব্যবহার জানিলে,
(৩) কিছু জায়গা তাড়াতাড়ি, কিছু জায়গা লম্বা করিয়া, কিছু জায়গা গুন্নাহসহ পড়িতে শিখিলে, কুরআন মাজীদ সহীহ ভাবে তিলাওয়াত আয়ত্বে আসিয়া যায়।
হে মুসলিম উম্মাহ, আছছালামু আলাইকুম আমি আপনার বাসায় গিয়ে আপনার সন্তানকে সহিহ ভাবে কুরআন শিক্ষা দিতে চাই এবং বিভিন্ন মাসায়েল সহ নামাজ, জানাযা নামাজ ইত্যাদি দীনের মৌলিক বিষয় গুলো শিক্ষার বিকল্প নাই!
• আপনার সন্তান ডঃক্টর হোক, ইন্জিনিয়ার হবে, বিশাল বিজনেস ম্যান হোক তাতে দোষের নয়! কিন্তু তাকে দীন শিক্ষা না দেওয়া মারাত্মক অপরাধ, কারন এই সন্তান আপনার নামে কেয়ামতের দিন অভিযোগ করবে... তাই চাই আপনার সবকিছু হওয়ার আগে দ্বীনের শিক্ষায় আলোকিত হোক। জাযাকাল্লাহ
প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য তো শিক্ষা অতীব জরুরী (প্রাপ্তবয়স্ক নারী যেহেতু পড়াবোনা তাই উল্লখ করলাম না)
ধানমন্ডি ৫/৬/৭/৮/৯ বা গ্রীন রোড এদিকে হলে ভালো হয়! তাছাড়া আশপাশের এলাকায় হলেও সমস্যা নাই।
দিল থেকে চাওয়া, আল্লাহ যেন প্রত্যেক ঘরের একটা সন্তান হলেও হক্কানি হাফেজ আলেম হিসাবে কবুল করেন আমিন।
হাদিয়া নিয়ে ভাববেন না! ইনশাআল্লাহ বিঃদ্রঃ (পোষ্টের জন্য একটা অংক দিতে হয়, তাই টাকার অংক দেওয়া)
|||