★অনেকেই প্রশ্ন করেন?
মার্কেটে বিভিন্ন কোম্পানির ভূষি-মিক্স কি প্যাকেট পিলেট ফিডের থেকে ভাল বা একই কার্যকারীতা আছে কি না???
★★ প্রথমে জানতে হবে-
ফিড পিলেট করার যৌক্তিকতা তথা উপকারীতা কি?
ব্যালেন্স রেশন করার জন্য নির্দিষ্ট পরিমান কাচাঁমাল গুলো সমসত্ব মিশ্রণ করার পর বয়েলিং করা হয়। বয়েলিং করার আর একটি অন্যতম কারন হলো ইহাকে সর্বোচ্চ হজম যোগ্য (TDN) হিসেবে প্রস্তুত করা। এর পর তাপ ও চাপ দিয়ে পিলেট ফর্মে নিয়ে আসা হয়।
গরুর খাবার গ্রহণ ও হজম প্রক্রিয়া অনুযায়ী আধুনিক বিজ্ঞান বলে দানাদার খাবার পিলেট ফর্মে শুকনো খাওয়ানোই উত্তম। কারন রুমেনের পিএইচ ঠিক রেখে এর কার্যকারীতা বৃদ্ধি করার নিমিত্তে দানাদার খাবার শুকনো খাওয়ানোই সর্বাধিক কার্যকরী।
দানাদার খাবার দিয়ে গরুকে পানি খাওয়ানো উচিৎ নয় ইহা বড় বড় ডেইরী বিশেষজ্ঞ রাই বলেছেন বা বলে থাকেন।
মুলত এই স্লোগান নিয়েই প্যাকেট পিলেট ফিড গুলো মার্কেটে আগমন করেছিলো।
তাহলে ভূষি-মিক্স কেন? হ্যা; আমরা খামারীদের ভূষি+লুজ দানাদার খাবার থেকে প্যাকেট পিলেট ফিডে কনভার্ট করতে গিয়ে নিজেরাই গতিপথ থেকে ছিটকে পড়ে কনভার্ট হয়ে গেছি। হয়তো নগদ ব্যবসার কথা চিম্তা করে কঠিন রাস্তা থেকে সরে এসে সহজ পথে হেটেছি! যেহেতু সিংহভাগ খামারী ভূষি+লুজ ফিডের প্রতি আকৃষ্ট তাই সেই আকর্ষণ কে টার্গেট করেই মার্কেটে এসেছে ভূষি-মিক্স।
এখন আমরাই বলছি ইহা পানিতে দিয়ে মিক্স করে খাওয়াবেন!
জ্বী হ্যা; ইহাই মার্কেটের বাস্তবতা।
ভূষি মিক্স প্যাকেট পিলেট ফিডের বিকল্প নয়। ইহা ভূষি জাতীয় খাবারের বিকল্প হতে পারে!
কিন্তু সায়েন্টিফিক ভাবে পিলেট হলো সব থেকে উত্তম দানাদার খাবার প্রদানের ধরণ।
এখন খুলনা রুপসা ও এর আশে পাশে নারিষ কোম্পানির সকল ফিড খাদ্য পাইকারি দামে পাবেন।