𝗥𝗲𝘀𝗰𝘂𝗲𝗱 𝗞𝗶𝘁𝘁𝗲𝗻 𝗳𝗼𝗿 𝗔𝗱𝗼𝗽𝘁𝗶𝗼𝗻
বাচ্চাটাকে রাস্তায় পেয়েছি। বয়স দুই মাসের মত হবে। দেশি ব্রিড, ছেলে বিড়াল। অতিরিক্ত চঞ্চল। আপাতত বাসাতেই আছে, সারাদিন দৌড়ায়, কম্বলের নিচে ঘুমায়। কিন্তু বাসায় বেশিদিন রাখা যাবে না। আমার আরো বড় বিড়াল আছে কয়েকটা।
কেউ যদি ওকে নিয়ে যত্ন সহকারে পালতে চান, তবে যোগাযোগ করুন। টাকা লাগবে না, বিনামূল্যেই অ্যাডোপশনে দিয়ে দিব।
শর্ত একটাই, আগে বিড়াল পালার অভিজ্ঞতা থাকতে হবে বা যত্ন সহকারে পালতে হবে।
লোকেশন ঢাকার মগবাজার/বাড্ডা। দূরে গিয়ে দিয়ে আসা সম্ভব না, এসে দিয়ে যেতে হবে।
***কেউ নিতে চাইলে দ্রুত ইনবক্স করুন।***