* নিয়মাবলীঃ
* নিয়োগ প্রাপ্তদের স্ব স্ব স্ব উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায় স্থায়ীভাবে পুরুষ মহিলাদের নিকট হতে দরখাস্তের আহবান করা যাচ্ছে।
* শিক্ষাগত যোগ্যতা।
এসএসসি/ এইচএসসি /ডিপ্লোমা /দাখিল অনার্স পাস।
* মাসিক বেতন ২০,৬০০/- থেকে ২৫,৯০০/টাকা। প্রত্যেক মাসের ১ তারিখে বেতন-ভাতা টি এ ডি এ প্রদান করা হবে।
* আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, জীবন বৃত্তান্ত সহ রঙিন ছবি প্রদান করতে হইবে।
* বর্ধিত বেতন ,প্রভিডেন্ট ফান্ড, জীবন বীমা, কর্মী কল্যাণ সুবিধা, মাইক্রো ক্রেডিট, স্বাস্থ্য বীমা, উৎসব বোনাস, ভাতা ,প্রগতি ,নিয়ম অনুসারে প্রাপ্য প্রদান করা হবে।
* সাক্ষাৎকার প্রশিক্ষণ ট্রেনিং এর স্থান বাছাইকৃত হলে পরীক্ষার জন্য মোবাইল ফোন অথবা এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
* নিয়োগ প্রাপ্তদের , মোটরসাইকেল ,বাইসাইকেল ,ল্যাপটপ ও টি এ ডি এ প্রদান করা হবে।
* অফিসিয়াল টাইম সকাল ১০:০০ থেকে বিকেল ৫:০০ পর্যন্ত। ছাত্র-ছাত্রীদের জন্য সুযোগ থাকবে,সকল উপজাতিগণ আবেদন করতে পারবে।
* নিয়োগ প্রাপ্তদের কর্মস্থল নিজে উপজেলার মধ্যে রাখা হবে। আগে কোন প্রার্থী আবেদন করলে পূর্বে করার দরকার নাই।
* মোট পদ সংখ্যা ৩৪ জন।
* স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা সঠিকভাবে ইমেইলে আবেদন করতে হবে।
* আগ্রহী প্রার্থী আবেদন করুন অপশনে ক্লিক করলে আমাদের ইমেইল পাবেন ,ইমেইলে আবেদন পাঠাতে পারবেন।
* পদের নামঃ এডমিন অফিসার।
* ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার সুযোগ থাকবে।
* অভিজ্ঞতার প্রয়োজন নাই।
* আবেদনকারী প্রার্থী স্থায়ী ভাবে কাজ করার মন-মানসিকতা থাকতে হবে।
* অফিস চলাকালীন কোন শীমা লঙ্ঘন করলে, দায়িত্ব থেকে স্থিতিশীল করা হবে ,একদিনের হাজিরা বোনাস কেটে নিয়ে শাস্তি প্রদান করা হবে।
* প্রার্থী বাছাইকৃত হওয়ার পরে দায়িত্বশীল হলে প্রমোশনসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
* বরাবর ব্যবস্থাপনা পরিচালক।
* ইউনিয়া পরিবার স্বাস্থ্য ফাউন্ডেশন।
ঢাকা কদমতলী রোড নং-২৩০ বাড়ি নং এ/২মজিদ ভেলা ডেন্টাল ক্লিনিকের পাশে।
- আবেদন করার আগে চাকরি এবং কোম্পানি সম্পর্কে জেনে নিন
- ইন্টারভিউ এর জন্য দুর্গম স্থানে যাবেন না