আমার নিজ হাতে বানানো৷ সম্পূর্ণ প্রাকৃতিক হেয়ার প্যাক এবং চুলের তেল, আমি নিজে ইউজড করে ফলাফল পেয়ে আলহামদুলিল্লাহ এখন নিজের পরিবারের জন্য বানাই, এইবার একটু বেশি পরিমানে বানিয়েছি তাই ভাবলাম অনলাইনে বিজ্ঞ্যাপন দেই, কেউ নিয়ে যদি উপকার পায় তাহলে তো ভালোই, সেই চিন্তা করেই বিজ্ঞ্যাপন পোস্ট দেয়া, আমি নিজে ব্যাবহার করে যে উপকার পেয়েছি তা হলো, চুল যথেস্ট মজবুত আর আলহামদুলিল্লাহ বিয়ের পরে আজকে ৫ বছর আলহামদুলিল্লাহ আমার চুল এখনো যথেস্ট ঘন এবং মজবুত, আমি সবসময় আমার নিজের বানানো এই তেল ইউজড করে আসছি, কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন আর অবশ্যই উপকার হলে জানাবেন, আর আপনাদের আগ্রহ দেখে আমি এটা বাজার জাত করবো ইনশাআল্লাহ, সকলের উপকারের জন্য।