কফি বানানোর মেশিনের সাহায্যে কফি তৈরি করে আপনি একটি ছোট ব্যবসা শুরু করতে পারেন। আপনার যদি কফি শপ, টি স্টল, রেস্তোরাঁ বা ইন্টারনেট ক্যাফে ইত্যাদি থাকে তার মধ্যে এই কফি বানানোর মেশিনেটি লাগিয়ে কফি বিক্রি করে ভালো মুনাফা লাভ করতে পারেন। এছাড়া স্হানীয় অনুষ্ঠানে, বিয়ে বাড়ির অনুষ্ঠানে, জন্মদিনের পার্টি ইত্যাদিতে আপনার কফি মেশিনটি ভাড়া দিয়ে বেশ কিছু অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবেন। এই মেশিনটি আপনার কফি বানানোর কাজ অনেক সহজ করে তোলে ও সময়ও বাঁচায়।
পদ্ধতি:
এই মেশিনের দ্বারা চা ও কফি দুটোই বানানো যেতে পারে। মেশিনের ক্যাপাসিটি অনুযায়ী জল ভরে দিতে হবে। এরপর নির্দিষ্ট স্থানে চা বা কফির পাউডার ভরে দিতে হবে। এরপর মেশিন চালু করলেই পানি গরম হয়ে ওই কফির পাউডারের সাথে মিশে কফি হয়ে বেরিয়ে আসবে। এর জন্য কফি বা চা এর একটি কন্ট্রোল সুইচ থাকবে ওটা প্রেস করতে হবে।
সার্ভিস সমূহঃ
★ডেলিভারি ও সেটআপ ফ্রি।
★সসুদক্ষ ইঞ্জিনিয়ার ধারা আজীবন ফ্রি সার্ভিসিং।
★১ বছর ৬ মাস পার্টস ওয়ারেন্টি।
এছাড়াও হটলাইন সুবিধাতো থাকছেই।
মেশিনের সুবিধাসমুহ-
➤ কফি প্রস্তুত থেকে শুরু করে পান করা পর্যন্ত স্বাস্থ্যসম্মত এবং সম্পূর্ণ হাতের স্পর্শ মুক্ত।
➤ মেশিনে রয়েছে দুটি / তিনটি ফ্লেভারবক্স। যার জন্য একই মেশিন থেকে ভিন্ন স্বাদের কফি বা চা পান করার সুযোগ পাচ্ছেন।
➤ কফি বা পানির পরিমান পরিবর্তন করে আপনার পছন্দের স্বাদ সেট করে নিতে পারবেন।
➤ আপনার চাহিদা অনুযায়ী কাপে কফির পরিমানও সেট করে নিতে পারবেন।
➤ ৮০ ডিগ্রী সেঃ থেকে ৯৮ ডিগ্রী সেঃ পর্যন্ত আপনার পছন্দ অনুযায়ী তাপমাত্রা সেট করে নিতে পারবেন।
➤ ব্যবহার করার পর “পরিষ্কার মুড” বাটনে চাপ দিলে মেশিনটি অটোমেটিক পরিষ্কার হয়ে যাবে।
➤ সাইজে ছোট এবং ওজনে হালকা। সুতরাং আপনার অফিস, ক্যান্টিন, পার্টি সেন্টার অথবা রেস্তোরাঁসহ যেকোনো পরিবেশেই ব্যবহার উপযোগী।