এটা দুরন্ত কোম্পানির ইলেকট্রিক বাইক। অনেক হেভি মটর, ব্যাটারি ও অনেক ভালো টেকসই ব্যাটারি , এক চার্জে ৩০ কিলোমিটার যায়, এটার পেছনের ব্রেক নাই সামনের ব্রেক দিয়েই কাজ হয় তাই আর পেছনেরটা ঠিক করি নাই ব্রেক ঠিক করতে ১ হাজার টাকা খরচ হবে আর সিট কভার গুলো একটু পুরাতন হয়েছে নতুন সিট কভার লাগিয়ে নিলে অনেক সুন্দর দেখাবে আমি যেহেতু বিক্রি করে ফেলব তাই এটার পেছনে আর খরচ করলাম না। যদি কেউ এই অবস্থায় নিতে চান তাহলে ২২ হাজার টাকায় বিক্রি করে দিব। ইলেকট্রিক বাইকটি দেখার জন্য আগারগাঁও বিএনপি বাজার অথবা তালতলা অথবা পাসপোর্ট অফিস, আইডিবি ভবন আসলেও হবে।