৪ মাস আগে রংপুর Honda Zone থেকে ১,৬৫,০০০ টাকায় এই বাইকটি কিনেছিলাম। শুধুমাত্র শুক্রবার শখ করে চালিয়েছি। এখন পর্যন্ত বাইকটি ৮০০ কিলোমিটারও চালানো হয়নি এবং ৩টি ফ্রি সার্ভিস বাকি আছে।
আমি ঠিকমতো বাইক চালাতে পারি না, আর আমার অফিস নীলফামারী ইপিজেডে হওয়ায় বাইকটি বাসায় পরে থাকে। শুধু শুক্রবার বাসায় গেলে বাজার বা ছোটখাটো কাজে বাইকটি চালাতাম।
আমার মায়ের চিকিৎসার জন্য আর্থিক টাকার প্রয়োজন। মা সম্প্রতি ICU থেকে বের হয়েছেন, তাই বাইকটি বিক্রি করতে চাই। পাশাপাশি, ৩ দিন আগে বাইক রুমে ঢুকানোর সময় পড়ে গিয়ে বাইক বুকের উপর পড়ে, তখন থেকেই মনে হচ্ছে বাইকটা আমার জন্য নয়।
যদি কেউ নিতে চান, দামুড় চাকলা বাজার, পীরগাছায় এসে বাইক চালিয়ে সবকিছু যাচাই-বাছাই করতে পারেন। বাইকে কোনো সমস্যা নেই।
আপনার বিবেকমতো দাম বলুন। যদি মনে হয় আমি দিতে পারবো, তাহলে বাইক দিয়ে দেব। বাইকের কাগজপত্র সব ঠিক আছে। প্রয়োজনে শোরুমে যোগাযোগ করে যাচাই করতে পারেন।
ধন্যবাদ।