Huawei Y3 মোবাইল ফোন।
⚡⚡এটি একটি Huawei এর মোবাইল ফোন। এর মডেল নাম্বার হলো Huawei Y3 2017। অনেক ভালো মানের মোবাইল ফোন। আমি অনেক দিন যাবৎ ব্যবহার করছি এ মোবাইল টি। মোবাইল টা অনেক ভালো।
⭐Touch সব জায়গায় কাজ করে কিন্তু নিচের মেনু বার কাজ করে না । But আমি একটা Application এর মাধ্যমে touch back, home button টা ডান সাইটে নিয়ে easily ব্যবহার করতে ছি। কেউ চাইলে এভাবে ও ব্যবহার করতে পারেন।কোনো সমস্যা হবে না।আর চাইলে নতুন touch লাগিয়ে ব্যবহার করতে পারেন।
🌊🌊কিন্তু একবার হাত থেকে পড়ে গিয়ে ছিলো। তখন থেকে আর নিচের touch ber কাজ করতেছে না এবং স্পিকার এ full volume দিলে একটু সমস্যা করে । but কম sound দিয়ে ভালো ভাবে use করা যায়। মেকারের কাছে নিয়ে ছিলাম , মেকার বলছে হাত থেকে পরার কারনে মোবাইল এর touch এর line ছিঁড়ে গেছে এবং speakerএর ভিতরের কয়েল টা নরে গেছে। কিন্তু display full fresh আছে। এখন touch change করতে 300-400 টাকার মতো লাগতে পারে এবং speaker ঠিক করতে100-150 টাকার মতো লাগতে পারে। মোট ৪০০-৫০০ টাকা লাগতে পারে ঠিক করতে। এখন আমি এটা আর ঠিক করতে চাইতেছি না। কারন এখন আমার কিছু টাকার দরকার তাই আর ঠিক করাবো না। যদি কারও দরকার পরে তাহলে উপরের touch টা change করে এবং speaker টা চাইলে ঠিক করাতে পারেন আর না চাইলে এভাবেই smoothly চালাতে পারবেন ।
🛑🛑কিন্তু আমি একটা Application এর মাধ্যমে touch back, home button টা ডান সাইটে নিয়ে easily ব্যবহার করতে ছি। কেউ চাইলে এভাবে ও ব্যবহার করতে পারেন।কোনো সমস্যা হবে না।আর চাইলে নতুন touch লাগিয়ে ব্যবহার করতে পারেন।
আর ❤️ HUAWEI brand সম্পর্কে সবাই জানেন! যার দরকার নিতে পারেন অবশ্যই লোকেশন এ এসে নিতে হবে।
🔥PLEASE READ THIS🔥
💢💢 তাছাড়া কুরিয়ার ও করা যাবে। সেক্ষেত্রে কন্ডিশন এর মাধ্যমে দেওয়া যাবে না। কারন কন্ডিশন এ অনেক সমস্যা হয়ে থাকে। তার জন্য কুরিয়ার করার সময় সম্পূর্ন টাকা পাঠিয়ে দিতে হবে। অর্থ্যাৎ কুরিয়ার করার সময়ে কুরিয়ার এর (booking receipt) রিসিপ্ট পাঠিয়ে দিবো এবং যে নিবে সে ঐই কুরিয়ার এর customer service এ ফোন দিয়ে confirm হয়ে আমাকে টাকা পাঠিয়ে দিবে 🤔(যদি কারো মনে হয় প্রতারনা হতে পারে তার জন্য)🤔। নিলে এভাবে নিতে হবে। না হলে লোকেশন এ এসে নিতে হবে। আর অবশ্যই যে নিবে তাকে কুরিয়ার খরচ দিতে হবে।
👉👉Location: বৈদ্ধমন্দির, বাসাবো, ঢাকা-১২১৪....(Boiddomondir,basabo,Dhaka-1214)