#ককাটেল
শখ করে আমার বাচ্চার জন্য নিয়েছিলাম কিন্তু বাচ্চার এলার্জি জনিত সমস্যার কারণে ডাক্তার সম্পূর্ণভাবে নিষেধ করে দিয়েছে তাই বিক্রি করে দিচ্ছি।।
আমি পাখি পালনে অভিজ্ঞ নই তাই পাখির ডিটেইলস দিতে পারছি না।তবে পাখি ১০০ ভাগ নিশ্চিত যে সুস্থ পাখি।দরকার হলে যতক্ষণ খুশি দেখে নিবেন।
একটি মেইল এবং একটি ফিমেইল।দুইটাই এডাল্ট তবে কোন ডিম বাচ্চা এখনও দেয়নি। আমি ২ মাস+ হয়েছে নিয়েছি।
মেইল পাখিটা সম্পূর্ণ টেম করা মানে শিকারী। যেভাবে খুশি সেইভাবেই আপনার সংস্পর্শে রাখতে পারবেন।কোন কামড় বা আচড় বা উড়ে যাবে না। ঠিক এই কারণেই নিয়েছিলাম পাখি দুটো।
খাচা সহ বিক্রি করবো