মেয়ে বিড়াল। বিড়ালটি খুবই মিশুক, শান্ত স্বভাবের। কোন হুটোপাটা করেনা, হাঁচর বা কামড় দেয়ার প্রবণতা নেই বললেই চলে। নরমাল ক্যাট ফুড খায়। পটি ট্রেইন করা আছে, লিটারে। লিটার দিলেই হবে, সেখানেই পটি করবে। মাংস সেদ্ধ, মাছ সেদ্ধও খায়। খুবই মিষ্টি কালারের বিড়ালটি। ছবিতে হয়ত কালার ফুটে উঠে নাই, আপনি সামনা সামনি দেখলে বুঝবেন কালার অনেক সুন্দর। ভেট করানো আছে৷ কৃমীনাষক খাওয়ানো আছে। শীতকাল বিধায় গোসল করাই না, সর্দি/ফ্লু এর ভয়ে। আমরা ব্যাচেলর বাসায় থাকি, তাই বিড়ালটিকে রাখা অসম্ভব হয়ে উঠেছে৷ তাই যদি কেউ নিতে চান, খুবই নামমাত্র মূল্যে দিয়ে দিব।
ধন্যবাদ।