Naseef Reza এর মাধ্যমে বিক্রির জন্য ৪ ডিসে ২:৪০ পিএমউত্তরা, ঢাকা
দুলাভাই,আপা ও ভাগ্নের নাম খচিত চারটি মগ চমৎকার একটি পারিবারিক উপহার।যেকোনো একটি ১৫০ এবং ৪টি নিলে ৪০০ টাকা।
বিঃদ্রঃ-নিম্নের লেখাটি মনোযোগসহকারে পড়ার অনুরোধ জানানো গেলো-
প্রোডাক্টটি কষ্ট করে আমার ঠিকানায় এসে যেতে হবে,কারণ অনেকেই অনেক সময় বলেন কিনবেন এবং তথাপি একটি ঠিকানার কথা বলে দেন পরে আর আসেন না।পণ্য পছন্দ হলে কষ্ট করে চ্যাট অপশনের মাধ্যমে আপনার ফোন নম্বরটি দিবেন।পণ্যের মূল্য আলোচনাসাপেক্ষে নির্ধারিত হওয়ার কথা উল্লেখ করা থাকলেই কেবল আলোচনার মাধ্যমে মূল্য নির্ধারণ করা হবে।এর ব্যতীত মূল্য নিয়ে দামাদামি না করার জন্য অনুরোধ করা হলো।আশানুরূপ মূল্য না পেলে ক্রেতাকে লেনদেন হতে তৎক্ষণাৎ বিরত থাকার অনুরোধ করা গেলো।পাওনাদি সব একবারেই মিটিয়ে দিয়ে পণ্য বুঝে নিয়ে যেতে হবে।মুখের ভাষা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়,যেটা আপনার পারিবারিক শিক্ষা এবং পিতামাতার পরিচয়ের প্রতিফলন।মুখের ভাষা খারাপ করার মাধ্যমে সুশিক্ষার অভাব ও পরিবারিক শিষ্টাচারের অনুপস্থিতির জানান দিবেন না।কোন মূল্য পছন্দ না হলে আলাপচারিতা তৎক্ষণাৎ পরিত্যাগের অনুরোধ জানানো গেলো।সবাইকে আন্তরিক ধন্যবাদ।
নিরাপদ থাকুন!
দেখুন: