Realme C25s 4/128 (Used)
ফিচার
৪জি, ডুয়েল সিম, মাইক্রো সিম, ইউএসবি টাইপ-সি পোর্ট, ফাস্ট চার্জিং, অ্যান্ড্রয়েড, ৪ জিবি র্যাম, ট্রিপল ক্যামেরা, ব্লটুথ, ওয়াইফাই, জিপিএস, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
আসসালামু আলাইকুম
গত ০৭ /০৯/২০২২ তারিখে Realme C25S ৪/১২৮ মোবাইলটা নেই।
এতোদিন মোবাইলটা ব্যবহার করে আমার এক্সপেরিয়েন্স ক্যামন চলুন আপনাদের সাথে শেয়ার করি
🔴ব্যাটারি▶️১মেই ব্যাটারি দিয়ে শুরু করি, একদম নরমাল ইউজ এ মিনিমাম ২ দিন পুরো ব্যাক আপ পাইছি,হেভি ইউজ করছি কিন্তু গেম খেলিনাই এমন সিচুয়েশন এ আমি দেড় দিনের এর মত ব্যাক আপ পাইছি।আর উরাধুরা গেম খেললে ১ দিন এর মত যায়।তবে ১৮ ওয়াট দিয়ে চার্জ করতে তেমন একটা বেগ পাইনাই😁
আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ব্যাটারি ব্যাক আপ এ ৯/১০ দেওয়াই যায়
(৯ কারণ লাস্ট আপডেটের পরে ব্যাক আপ কমে গেছে)
🔴ক্যামেরা▶️এরপরে ক্যামেরা নিয়ে কিছু বলি।
নরমাল ইউজে ক্যামেরা একদম অসাধারণ ছবি তুললে অসন্তুষ্ট হবেন না মোটেও,ভালোমত লাইট পেলে দার্যন ছবি পাবেন,যদি লাইট একটু বেশিই কমে যায় তবে গ্রেইন আসে কিছু ছবিতে।আর তাছাড়া এর ক্যামেরা যেকোনো ইউজারকেই আকৃষ্ট করতে সক্ষম।যেহেতু অপোর খালাতো ভাই বলে কথা😁
আর সেলফি ক্যামেরা নিয়ে কিছু বলার নাই,অখুশি হবেন না😊
তবে যারা মোবাইল ফটোগ্রাফি করেন তাদেরকে আলাদা ভাবে কিছু বলতে চাই,এইটা দিয়ে ছবি তুলতে গেলে কেন যেন স্টাবেল ফোকাস পাচ্ছিলাম না😶
মানে এক ক্লিক করে তোলার পরেই আরেকটা শট নিতে গেলে ফোকাসিং এ অনেক টাইম নিচ্ছিলো।
২য়ত হাল্কা কালারগুলো একটু বুস্ট করে দেয়,যারা ন্যাচারাল কালার পছন্দ করেন তাদের ভ্রু একটু কুচকাবে এইটা শুনে,তবে অতটাও খারাপ হয়না,কিন্তু সবুজ কালারটা একটু বেশিই বুস্ট করে😒
এইসব ঝামেলা থেকে বের হবার জন্য জিক্যাম নিকিটা ৭.৪ ব্যবহার করতে পারেন,এটা ইউজ করে অনেক সুন্দর পার্ফমেন্স পাইছি,স্টক ক্যামেরার থেকে জিক্যামের ফোকাসিং কালার কারেকশন লো লাইট পার্ফমেন্স সবই একদম অসাধারণ ছিল,অনেক সুন্দরভাবে এক্সপোজার ম্যানেজ করে একটা ন্যাচারাল ছবি দিতে পারছিল নিকিটা ৭,৪।
আর হাই সেটিং এ ছবির কোয়ালিটির থেকে ভিডিও কোয়ালিটি ভালো পাইছি,ভিডিও কোয়ালিটি চমৎকার,কোনো সন্দেহ নাই।
আর প্রো মোড,স্লো মোশন,প্যানারোমা তো আছেই।
ক্যামেরা সেক্টর এ বাজেট বিবেচনায় ১০/১০
আলহামদুলিল্লাহ আমি ক্যামেরা নিয়ে মোটামুটি সন্তুষ্ট
🔴পার্ফমেন্স▶️চলেন এবার পার্ফমেন্স নিয়ে কথা বলি,আলহামদুলিল্লাহ আমি এখনও কোনো প্রকার পার্ফমেন্স ড্রপ এর দেখা পাইনাই,কোনো এপ ক্রাশ,এপ ওপেনিং প্রবলেম,ল্যাগিং,হ্যাং এসবের কোনো দেখা পাইনাই,একসাথে অনেকগুলো এপ ব্যাকগ্রাউন্ডে ভালোভাবেই চলছিল।
গেমিং এ আমি ফ্রি ফায়ার আর কল অফ ডিউটি খেলছি।
ফ্রি ফায়ার আল্ট্রায় দিয়ে খেলছি,ফিল্টার এপ্লাই করে খেলছি কোনোরূপ সমস্যা হয় নাই।কিন্তু(কিন্তু পরে বলব আগে কল অফ ডিউটি এক্সপেরিয়েন্স বলি)
কল অফ ডিউটি মিডিয়াম গ্রাফিক্স হাই ফ্রেম রেট এ পাইছি,কোনোরূপ খেলতে কোনো সমস্যা হয়নাই,তবে লং টাইম পরে দু একটা হাল্কা পাতলা ফ্রেম ড্রপ আসছে,যেটা আমার কাছে স্বাভাবিকই লাগছে
এখন কিন্তুতে আসি,ফ্রি ফায়ার খেলার সময়ে ফোনটা ভালোই গরম হচ্ছিল,তবে ৪/৫ মিনিট রেখে দিলেই আবার ঠান্ডা হয়ে যায়,এইটা ফোনের কোনো সমস্যা না সমস্যাটা গেম এর কারণ ফ্রি ফায়ার অতটা অপ্টিমাইজড গেম না,কারণ কল অফ ডিউটি খেলার সময়ে কিঞ্চিৎ গরম হইতেছিল😅
আর ফ্রি ফায়ার লং টাইম খেলার পরে আমার ডান হাতের বুড়ো আঙুলের মাথা গরম হয়ে যাচ্ছিল যা বিরক্তিকর 😒
সব দিক বিবেচনায়
পারফর্মেন্স এ -১০/১০
গেমিং এ -৮/১০
দিব আমি
🔴-UI-▶️এবার একটু এর ইউ আই নিয়ে কথা বলি,
যারা রেডমি থেকে রিয়েলমিতে শিফট করবেন তারা একবুক শ্বাস নিবেন🙂অন্তত কোনো বাঘ ভাল্লুক নেই,ইউজার ইন্টাফেসও ভালোই ছিল,একদম সিম্পলিফাইড বললে ভূল হবে তবে দু একটা জায়গায় রিয়েলমির আরেকটু ইমপ্রুভ করলে আরোও ভালো হবে,কয়েকজায়গায় কিছু বিষয় বিরক্তিকর লাগছে😩এগুলোর দিকে রিয়েলমির নজর দেওয়া উচিৎ।
সব মিলিয়ে ৯/১০ অবশ্যই দেওয়া যায়।
🔴এখন কিছু খুটিনাটি বিষয় নিয়ে কথা বলি।
▶️অনেকেই বলেন চার্জের সময়ে ফোন গরম হয়,চার্জের সময়ে গরম হওয়া স্বাভাবিক,তবে ব্যাকগাউন্ডে এপ ক্লোজ না কইরা চার্জ দিলে গরম হবে স্বাভাবিক।
▶️নেটওয়ার্ক ইস্যু নিয়ে অনেকেই বলেন নেট নাকি ভালো পাওয়া যায়না।
এই সমস্যা আপনার অপারেটর এর,ফোনের না,অথবা উলটাপালটা কোনো সেটিং করে রাখছেন তাই।আমি মোবাইল ডাটা ওয়াইফাই চালাইছি আলহামদুলিল্লাহ এক বিন্দুও সমস্যা হয়নাই
▶️অনেকেই বলেন কি ৪৮ মেগাপিক্সেল দিছে ভালো ছবি উঠেনা,ভাই ছবির কোয়ালিটি মেগাপিক্সেলের উপরে অতটা ডিপেন্ড করেনা,তাই আপনি যেরকম ছবি চান ১৫ হাজার টাকা দিয়া সেটা নিতান্তই আশ্চর্যজনক।
▶️যেহেতু ফোনটা একটু শক্তপোক্ত সেহেতু হাত দিয়া পড়লেই আমার ফোন শেষ এইরকম ভয়ে ভয়ে সারাক্ষন থাকার কোনো চান্সই নাই।
▶️ব্রাইটনেস ভালোই ছিল,তবে একদম খাড়া রোদে একটু সমস্যা হয় আর কি
▶️তবে "ইন ডিভাইস" ফাইল কপি মুভ স্পিড স্লো,যারা রেডমি ইউজার তারা এইটাতে অনেকটাই বিরক্ত হবেন
▶️স্ক্রিনশট কোয়ালিটি একটু ডাউন মনে হইছে,তবে চলে যায়।
▶️ফিংগারপ্রিন্ট সুপারফাস্ট,একদম লো লাইট ছাড়া ফেস আনলকও সুপারফাস্ট,তবে ম্যানুয়াল প্রটেকশন এ শুধু পিন,প্যাটার্ন থাকলে একটু ভাল হত।
▶️
এই ছিল মোটামুটি আমার এক্সপেরিয়েন্স,যদি কোনো পয়েন্ট মিস করে থাকি বা আপনার যদি কিচু জানার থাকে তবে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন🥰
সব মিলিয়ে আমি বলব আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট,বাজেট ফোন এ খুটিনাটি ঝামেলা থাকবেই,এইটা কোনো ফ্যাক্ট না।
তবে আপনি যদি রিকমেন্ডেশন চান তবে বলব আরেকটু ওয়েট করেন Redmi 10 রিলিজ হওয়া পর্যন্ত,যদি ওটার প্রাইস বেশি হয় তবে এইটা ভেবে দেখতে পারেন,এই প্রাইজে আরোও ভালো ফোন আছে সেগুলো দেখারও অনুরোধ রইলো🥰
তারাও কোনো অংশে কম না।
কষ্ট করে সবটুকু পড়ার জন্য শুকরিয়া🥰
জাজাকাল্লাহ খাইরান🌹
- কখনই ব্যাংকিং কার্ড এর তথ্য কিংবা ওটিপি শেয়ার করবেন না , পেমেন্ট করার পূর্বে সবসময় পণ্যটি যাচাই করে নিন। Bikroy ডেলিভারি সার্ভিস প্রোভাইড করে না। সর্বদা সতর্ক থাকুন।
- কখনই ব্যাংকিং কার্ড এর তথ্য কিংবা ওটিপি শেয়ার করবেন না , পেমেন্ট করার পূর্বে সবসময় পণ্যটি যাচাই করে নিন। Bikroy ডেলিভারি সার্ভিস প্রোভাইড করে না। সর্বদা সতর্ক থাকুন।