URGENT ADOPTION 4 CATS 🐱
🍄 Gender: Male.
🍄 Age: almost 3 months.
🍄 Food habit: chicken and fish blend with rice, sometimes with pumpkin or potato.
🍄 Potty trained.
🍄 Location : East Rampura, Dhaka.
🟡 Instruction-
ওরা অনেক প্লেফুল এবং আদর প্রিয়। অবশ্যই এমন কেউ নিবেন যাদের পরিবারে বিড়াল পছন্দ করে এবং পরিবারের সম্মতি আছে। ওদেরকে পর্যাপ্ত সময় দিতে হবে। ওদেরকে নিজের সন্তানের মতো take care করতে হবে। বিড়ালকে সময় মতো check-up, deworming, vaccination এবং neuter করাতে হবে। শখের বসে অ্যাডপ্ট করতে চাইবেন না কারণ বিড়াল পালতে হলে দায়িত্ব নিয়ে পালতে হবে। কিছুদিন পেলে ভালো না লাগলে রাস্তায় ফেলে দেওয়া যাবে না বা অসুস্থ হয়ে গেলে অবহেলা করে বা রাস্তায় ছেড়ে দেওয়া যাবে না, ওদেরকে vet এর কাছে নিতে হবে। বাসা অবশ্যই catproof থাকতে হবে। বিড়াল পালার অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই ওদের আপডেট দিতে হবে নক করলে। এবং এমন কেউ নিবেন যে financially ওদের সাপোর্ট করতে পারবেন। এই শর্তগুলো মানতে পারলেই নক করবেন।
▫️ Location এ এসে নিয়ে যেতে হবে।