Mentexhd.org এর ভলান্টিয়ার হতে চাও?
মেন্টেক্স সেন্টার ফর হিউম্যান ডেভেলপমেন্ট একটি অলাভজনক দাতব্য সংস্থা যা মানবতার জন্য কাজ করে৷ বাংলাদেশ সরকার-নিবন্ধিত মানবিক সংস্থা এবং নিবন্ধন নম্বর S-4103205/04 । বর্তমানে এটি বিভিন্ন দান, এবং ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে মানবতার সেবা ও কল্যাণে কাজ করছে। এখানে বিভিন্ন সমস্যার জন্য ফান্ড সংগ্রহ করার সুযোগ রয়েছে। পৃথিবীর উন্নত দেশ গুলোতে অর্থ সংগ্রহের জন্য ক্রাউডফান্ডিং অনেক জনপ্রিয় মাধ্যম। বাংলাদেশেও এর কার্যক্রম ও পরিধি বিস্তার করার লক্ষ্যে mentexhd এর কিছু সংখ্যক ভলান্টিয়ার প্রয়োজন। স্বেচ্ছায় শ্রম দেয়ার মনোভাব রয়েছে এমন প্রাপ্ত বয়ষ্ক পুরুষ বা মহিলা, ছাত্র-ছাত্রী এখানে আবেদন করতে পারেন। যাদের পূর্বে কোন সামাজিক সংগঠনের সাথে ভলান্টিয়ার হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদেরকে বিশেষ অগ্রাধিকার দেয়া হবে। ভলান্টিয়ার এর দায়িত্ব ও কাজের পরিধি ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মে মূলত দুই ধরনের কাজ হয়ে থাকে। একদল তাদের সমস্যা গুলো নিয়ে ক্যাম্পেইন করবেন। অন্য একদল ক্যাম্পেইন গুলোতে ডোনেট করবেন। এই ডোনার এবং ক্যাম্পেইনার যাতে নির্বিঘ্নে তাদের কাজ গুলো সম্পন্ন করতে পারে। সেই কাজটি মূলত mentexhd করে থাকে। একজন ভলান্টিয়ার এর কাজ হচ্ছে যারা ক্যাম্পেইন করবে তাদের দেয়া তথ্য গুলো সঠিক কিনা তা যাচাই করা। নিচে উদাহরণ এর মাধ্যমে বুঝিয়ে দেয়া হল- ধরি, চাঁদপুর জেলার শাহরাস্তি থানার বৃদ্ধ কাদের চাচা একটি ক্যাম্পেইন করেছেন তার কিডনি অপারেশনের জন্য ফান্ড সংগ্রহ করতে। কাদের চাচার সকল তথ্য সঠিক কিনা তা যাচাই করার জন্য mentexhd এর শাহরাস্তি থানার আওতাধীন ভলান্টিয়ারকে পাঠানো হবে তার তথ্য গুলো যাচাই বাছাই করার জন্য। শাহরাস্তি থানার আওতাধীন ভলান্টিয়ার যদি mentexhdকে নিশ্চিত করে কাদের চাচার তথ্য সমূহ সঠিক শুধুমাত্র তাহলেই mentexhd কাদের চাচার ক্যাম্পেইনটি ওয়েবসাইটে প্রকাশ করবে। এছাড়া চিকিৎসক গণ এ ব্যাপারে mentexhdকে সাহায্য করে থাকেন। স্বেচ্ছাসেবীদের অন্যান্য কাজ সমূহ হচ্ছে- বৃক্ষ রোপণ কর্মসূচি করলে উক্ত কাজে mentexhdকে সাহায্য করা। শীত বস্ত্র প্রদান করলে উক্ত কাজে mentexhdকে সাহায্য করা। বন্যায় ত্রাণ কর্মসূচি হলে উক্ত কাজে mentexhdকে সাহায্য করা।
শিক্ষাগত যোগ্যতা : কমপক্ষে এস.এস.সি পাশ হতে হবে।
বয়স : অবশ্যই ১৮ থেকে ৬০ হতে হবে।
কাজের সময় : ভলান্টিয়ার এর নিজ এলাকার কোন ব্যক্তি ক্যাম্পেইন করলে তখন আমরা ভলান্টিয়ার কে সেই ক্যাম্পেইন এর ব্যাপারে অবগত করব।ভলান্টিয়ার এর সময় সুযোগ মত তিনি ক্যাম্পেইনটি ভ্যারিফাই করতে পারবেন।
যোগ্যতা ও অভিজ্ঞতা : সম্পূর্ন লেখাটি পড়ে বুঝে নিম্নে প্রদত্ত ইমেইলে সিভি/জীবন বৃত্তান্ত পাঠানোকে যোগ্যতা ও অভিজ্ঞতা হিসেবে বিবেচনা করা হবে।
ভলান্টিয়ার কাজ করার সুবিধা :
১) ভলান্টিয়ার কাজ একজন মানুষের নিজের উপর আত্মবিশ্বাস বাড়ায়। নানা চ্যালেঞ্জিং কাজ হাসিমুখে করতে শিখে যায় একজন ভলান্টিয়ার।
২).যারা সমাজের জন্য, মানুষের জন্য, দেশের জন্য কিছু করতে চায় তারাই মূলত স্বেচ্ছাসেবী কাজগুলো করতে আসে। তোমার ছোট একটা কাজ হয়তো তোমার জন্য কিছু না। কিন্তু এভাবে অনেক ভলান্টিয়ারের ছোট কাজ মিলে পরিবর্তন নিয়ে আসে পুরো সমাজে।
৩) একজন স্বেচ্ছাসেবী তার কাজের জন্য প্রতিনিয়ত নতুন নতুন মানুষের সাথে মেশে, কাজ করে। এতে যেমন একদিকে নেটওয়ার্ক গড়ে ওঠে তেমনি পেশাগত জীবনে কাজের এই দক্ষতা একজন স্বেচ্ছাসেবীকে প্রতিযোগিতামূলক চাকরির বাজারে এক ধাপ এগিয়ে দেয়।
৪) প্রতিনিয়ত নতুন কাজ শেখা, নতুন চ্যালেঞ্জ। একজন স্বেচ্ছাসেবী প্রতিনিয়ত শিখে ও আরও দক্ষ হয়ে ওঠে নিজ কাজে। তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান প্রায় সময় ট্রেনিং, ওয়ার্কশপের আয়োজন করে তাদের ভলান্টিয়ারদের জন্য।
৫) নতুন নতুন বন্ধু বানানো, নতুন মানুষের সাথে মিশা। এসব কিছুর জন্য ভলান্টিয়ারের কাজ একটি ভালো মাধ্যম।
৬) যখন কেউ চাকরীর ইন্টারভিউতে যায় অথবা পড়াশোনার জন্য বিদেশে এপ্লাই করে, তার ভলান্টারি কাজ এক্ষেত্রে তাকে এগিয়ে দেয় আরও ১০ জনের চেয়ে। তুমি ভলান্টিয়ার হিসেবে কাজ করেছ, তার মানে তুমি কিছু হলেও কাজ শিখেছ, কিছুটা হলেও দক্ষতা তোমার আছে যা তোমার ভালো ইমপ্রেশন বানাতে সহায়ক পেশাগত জীবনে। যোগাযোগ: ইমেইল:mentexhd24@gmail.com মোবাইল: 8801969-207408 (WhatsApp) ফেইসবুক পেইজ https://www.facebook.com/mentexhd/, https://www.facebook.com/groups/3885827161690817,
, ওয়েবসাইট : https://mentexhd.org/
- আবেদন করার আগে চাকরি এবং কোম্পানি সম্পর্কে জেনে নিন
- ইন্টারভিউ এর জন্য দুর্গম স্থানে যাবেন না