এটি একটি হাই স্পিড ফোন, এক কথায় বলতে গেলে শাওমির বেস্ট ফোন গুলোর মধ্যে একটি হচ্ছে Redmi Note 9 Pro. খেয়াল করলে দেখতে পাবেন, এই ফোনের দাম এবং বর্তমান আপডেট ফোনের দাম আকাশ পাতাল ব্যবধান। মানে হলো, নতুন আপডেট ফোনের দামের তুলনায় Redmi Note 9 Pro এর দাম অনেক বেসি।
ফোনটি কিনেছি দের বছর হবে, তবে আমার আরও ফোন এবং লেপটপ থাকায় এটি বেসি একটা ব্যবহার করতে হয়নি। তাই দেখলে মনে হবে নতুন। ফোনের অরিজিনাল বক্স আছে কিন্তু চিপায় পরে থাকার করনে বক্সটি কিছুটা ময়লা দেখা যায়।
মাল্টিটাস্ক করে খুবই মজা পাবেন, কারন নরমালি ফোনটি ৬ জিবি রেমের হলেও সাথে আরও ২ জিবি আছে ভার্চুয়াল রেম আছে, সব মিলে ৮ জিবি রেম পাচ্ছেন।
ক্যামেরা অসাধারন এক কথায় বলতে গেলে। নরমালি Android ফোনের ক্যামেরা গুলো কিছুদিন পর এমনেই দূর্বল হয়ে যায়, তবে যেহেতু Redmi Note 9 Pro একটি বেস্ট ফোন, তাই এটির ক্যামেরা জাস্ট Awesome!
বিক্রি করার কারনঃ
বিজনেস করতে গিয়ে লস করেছি, ধার দেনা করেছি এখন পাওনাদারদের টাকা পরিশোধ করতে হবে। যদিও খুব চেষ্টা করেছি যেনো ফোনটি বিক্রি করতে না হয়, তবে শেষ চেষ্টা করেও কাজ হয়নি, পছন্দের ফোনটি বিক্রি করতেই হচ্ছে।
শেষে এটা বলতে চাই যে, এই ফোনটি কিনে আপনি ঠকবেন না। যদি এক মাসের মধ্যে আমি আবার টাকা যোগার করতে পারি, তাহলে যিনি কিনে নিবেন আমি তাকে রিকোয়েস্ট করবো যেনো ফোনটি আমাকে ব্যাক দিয়ে দেয়। ধন্যবাদ!