এখন চালু
আজ খোলা: ৬:০০ এএম – ১০:০০ পিএম
Somrat Dairy Farm
আমাদের খামারে পরিচ্ছন্ন ও খোলামেলা পরিবেশে উন্নত জাতের বকনা ও গাভী লালন পালন করা হয়। আমাদের সংগ্রহে আছে অস্ট্রেলিয়ান, ফিজিয়ান, শাহীয়ান, ক্রস এছাড়াও বিভিন্ন জাতের বকনা ও গাভী। দেশী ঘাস ও খাবারে লালন পালনকৃত আমাদের প্রতিটি গাভী অনেক বেশি দুধ প্রদান করতে ও পরিপুষ্ট বাছুর প্রসব করতে সক্ষম। পরিচ্ছন্ন ও খোলামেলা পরিবেশে লালন পালন করা হয় বলে আমাদের প্রতিটি গাভী ও বকনা রোগ্মুক্ত ও সুস্থ সবল। যে কোন ক্রেতা চাইলে ডাক্তার সহ আমাদের খামার পরিদর্শ্ন করতে পারেন।
এখন চালু
আজ খোলা: ৬:০০ এএম – ১০:০০ পিএম
ভাঙ্গুরা, পাবনা