যারা প্রথমবার অনলাইন আয়কর রিটার্ন জমা দিবেন, তাদের অনেকের কাছেই অজানা যে কিভাবে অনলাইনে রিটার্ন দাখিল করতে হয়, কিভাবে রেজিঃ করতে হয়, তারপর কিভাবে লগইন করতে হয়, কিভাবে তথ্য ইনপুট দিতে হয়, সঠিক ভাবে ট্যাক্স ক্যালকুলেশন হবে তো, সঠিক ভাবে রিটার্ণ সাবমিট করতে পারবে তো, সার্টিফিকেট পাবেন তো ইত্যাদি ইত্যাদি। এছাড়াও প্রথম আয়কর রিটার্নে কি কি দেখাতে হবে? অনেকের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে যে, সম্পদ কম দেখাতে হবে, অথবা আগের সঞ্চয়পত্র দেখালে আয়কর বেশি দিতে হবে ইত্যাদি। অনেকেই আমাদের কাছে বলেন যে ভুল করে প্রথম রিটার্নে জমি দেখান নি, বিভিন্ন অতীত বিনিয়োগ দেখান নি এখন কি করবেন? এসব সমস্যা থেকে মুক্তি পাবার জন্য, প্রথমবার যারা অনলাইন আয়কর রিটার্ন দিবেন তারা অবশ্যই তাদের অতীত সম্পদ এবং সঞ্চয় দেখিয়ে দিবেন। কিছু কম দেখালেও আপনি সমস্যায় পড়বেন আবার কিছু বেশি দেখাতে গেলেও আপনার বিপদ হতে পারে। তাই, আপনার যা আছে আপনি তাই দেখাবেন। প্রথমবার অনলাইন আয়কর রিটার্নে অবশ্যই নিচের কয়েকটি বিষয় লক্ষ্য রাখবেন। ১। রেজিস্ট্রেশনের জন্য আপনার নিজের মোবাইল নাম্বার ব্যবহার করবেন অবশ্যই বায়োমেট্রিক করা থাকতে হবে। ২। লেপটপ বা ডেক্সটপ পিসি ব্যবহার করবেন। ৩। আগে থেকে ড্রাফট রিটার্ন করে থাকলে খুব ভাল হয়। ৪। প্রয়োজনীয় ডকুমেন্ট সাথে নিয়ে কাজ করবেন। (যদিও এখন ডকুমেন্ট সংযুক্ত করা লাগে না) ৫। আপনার আয়সমূহ সঠিক ভাবে ইনপুট দিবেন। ৬। আপনার হাতে অর্থাৎ বাসায় যত টাকাই নগদ থাকুক না কেন, সেটা দেখিয়ে দিবেন। ৭। আপনার অতীতে কোন বিনিয়োগ যেমন- সঞ্চয়পত্র, ডিপিএস বা স্থায়ী আমানত থাকলে সেটা দেখিয়ে দিবেন। ৮। আপনার নামে যেকোনো জমি বা ফ্লাট (পৈতৃক সম্পত্তি বা নিজের কেনা) থাকলে সেটি দেখিয়ে দিবেন। ৯। আপনার নামে কোন গাড়ি, মোটর বাইক বা যেকোনো সম্পদ থাকলে সেটি দেখিয়ে দিবেন । ১০। আপনার কাছে যে পরিমাণ স্বর্ণ রয়েছে, সেটি দেখিয়ে দিবেন। উপরে উল্লিখিত যেকোনো সম্পদ যদি আপনার কাছে থাকে, তাহলে সেটি দেখাবার পাশাপাশি অবশ্যই তার আয়ের উৎস ব্যখ্যা করে দিবেন এবং তার স্বপক্ষে যথার্থ প্রমাণ সংযুক্ত করে দিবেন। সবকিছু ঠিকঠাক মত হলে রিটার্ন সাবমিট করুন। রিটার্ন সাবমিটের সাথে সাথে সার্টিফিকেট পেয়ে যাবেন। আপনি ঘরে বসেই নিশ্চিন্তে অনলাইন আয়কর রিটার্ন দাখিল সম্পর্কিত যেকোনো সেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।
২০২৪-২০২৫ কর বর্ষের আয়কর রিটার্ন দাখিল এর সময় সীমা ০১ জুলাই ২০২৪ থেকে শুরু করে ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত চলমান ।
আয়বর্ষ = ২০২৩-২০২৪
কর বর্ষ = ২০২৪-২০২৫
আয়কর রিটার্ন দাখিলের জন্য প্রয়োজনীয় কাগজ / দলিলাদিঃ (if applicable)
১. পুরানো আয়কর রিটার্নের ফটোকপি ।
২. ই-টিআইএন (E-TIN) এর ফটোকপি.
৩. NID এর ফটোকপি .
৪. পাসপোর্ট সাইজ ছবি ।
৫. বেতন সার্টিফিকেট / বেতন খাতে আয় প্রাপ্তির বিবরনী
৬. 01-07-2023 থেকে 30-06-2024 পর্যন্ত ব্যাঙ্ক স্টেটমেন্ট
৭. ভবিষ্যৎ তহবিলের বিবৃতি (provident fund)
৮. সঞ্চয় পত্রের সুদ প্রাপ্তির বিবরনী
৯. ডিভিডেন্ড প্রাপ্তির বিবরনী
১০. বিদেশ থেকে প্রাপ্ত অর্থের বিবরনী
১১. জমি বিক্রয় জনিত অর্থ প্রাপ্তির বিবরনী
১২. কৃষি খাতে আয় প্রাপ্তির বিবরনী
১৩. ব্যবসা ও পেশা খাতে আয় প্রাপ্তির বিবরনী
১৪. বাড়ী ভাড়া আয় প্রাপ্তির বিবরনী
১৫. অবসর প্রাপ্ত কর্মকর্তা / কর্মচারীদের পেনশন সংক্রান্ত আয় প্রাপ্তির বিবরনী
১৬. অন্যান্য আয় প্রাপ্তির বিবরনী
১৭. ফিক্সড ডিপোজিট , ডিপিএস ইত্যাদি বিনিয়োগ সংক্রান্ত বিবরনী
১৮. নুতন সঞ্চয় পত্র ক্রয়ের বিবরণী
১৯. WPPF, GF, PF সংক্রান্ত তথ্যাবলী
২০. জীবন বীমা প্রিমিয়াম প্রদানের তথ্যাবলী
২১. বিও হিসাবধারীগনের বিও হিসাব বিবরনী
২২. জমি ক্রয় সংক্রান্ত তথ্যাবলী
২৩. স্বর্ণালংকার / আসবাব পত্র / ইলেকট্রনিক্স সরঞ্জাম ক্রয় সংক্রান্ত বিবরনী
২৪. বৈদেশিক ভ্রমণ সংক্রান্ত খরচের তথ্যাবলী
২৫. সন্তানদের শিক্ষা ব্যয় সংক্রান্ত খরচের তথ্যাবলী
২৬. সকল প্রকার loan সংক্রান্ত তথ্যাবলী
২৭. অন্যান্য বিনিয়োগ সংক্রান্ত তথ্যাবলী (House / Flat / Car/ etc.)
২৮. প্রবাসী করদাতাদের জন্য বৈদেশিক অর্থ বাংলাদেশ স্থানান্তর সংক্রান্ত তথ্যাবলী
২৯. পৌরকর , খাজনা, সিটি কর্পোরেশন কর ইত্যাদি প্রদান সংক্রান্ত তথ্যাবলী
৩০. উৎসে আয়কর প্রদান সংক্রান্ত তথ্যাবলী
Address: SHEIKH SHAMIM & ASSOCIATES
(Company Law, Income Tax & VAT Consultancy Firm)
Plot-01(Ground Floor & 3rd Floor),
Lane-10, Block-C, Section-06,
Mirpur, Dhaka-1216.
- Check the company background
- Don’t pay in advance for any service
- Check the company background
- Don’t pay in advance for any service