অ্যাডমিন অফিসার নিয়োগ
এক্সিলেন্ট সোসাইটি জাতীয় পযায়ে একাট বেসরকারী উন্নয়ন সংস্থা যাহার রেজি নং এস ২৮৫৫(৩৬৭) ২০০৩ স্বাঃ অধি প্রাঃস্বাঃপঃ১২৮২৬ nordic wear finland এর অর্থায়নে ক্ষুদ্রঋন স্বাস্থ্য ওকারিগরী শিক্ষার আওয়াতা সকল জেলা থেকে কিছু সংথ্যাক সৎ নিষ্টাবান পরিশ্রমী কর্মঠ পুরুষ ও মহিলা নিয়োগ করা হবে।
সংস্থার প্রদত্ত অন্যন্যা সুবিধা ও শর্তাবলীঃ শিক্ষা নবীশকাল ২ মাস শুধু বেতন পাবেন। সকল পদে শিক্ষনবীশ কালীন ২মাস শেষে স্বাস্থী হলে বেতন কাঠামো বাষিক ইনক্রিমিন্ট ২টি উৎসব বোনাস বৈশাখী ভাতা বেতনের ৬০% লাঞ্চ ভাতা দুরত্ব ভাতা যাতায়ত ভাতা ফ্রি আবাশন প্রভিডেন্ট ফান্ড প্রধান করা হবে
আগ্রহী প্রর্থীদের ১ কপি জীবন বৃতান্ত সকল শিক্ষাগত যোগত্যার সনদের ফটোকপি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি মোবাইল নাম্বার সহ ইমেইলে অথবা সরাসরি আমাদের যে কোন ব্রাঞ্চে আবেদন জমা দিতে পারবেন । সকল জেলার পুরুষ মহিলা উপজাতী সকলে আবেদন করতে পারবেন বয়স ৪০ উপরে কেউ আবেদন করবেন না শুন্য পদ থাকা সাপেক্ষ নিজ জেলা যোগদান করতে পারবেন। আপনাকে লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহন করতে হবে । পরীক্ষার জন্য কোন টিএ ডিএ দেওয়া হবেনা।পরীক্ষার তারিক টিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনাকে নিজ কর্মস্থলে ১৫ দিন ট্রেনিংয়ে অংশ গ্রহন করতে হবে সংস্থা সকল খরচ বহন করবে।
- Research the job & company before applying
- Don’t go to remote places for interviews