কম্পিউটার দোকানের জন্য একজন কম্পিউটার অপারেটর আবশ্যক। বেতন/কমিশন আলোচনা সাপেক্ষ। শ্রক্রবার বাদে অন্যান্য দিন সকাল ৯ ঘটিকা থেকে রাত্র ৯ ঘটিকা পর্যন্ত কাজ করতে হবে। দুপুরে লাঞ্চের জন্য ১ ঘন্টা বিশ্রাম থাকবে। এমএস অফিস(এম এস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট), ফটোসপ, ইলাস্ট্রেটর, ইত্যাদি প্রোগ্রামে কাজ করার দক্ষতা থাকবে হবে এবং অন-লাইনে সকল প্রকার আবেদন যথা জাতীয় পরিচয় পত্র, ই-পাসপোর্ট, জন্ম নিবন্ধন, টিন সার্টিফিকেট, রেলওয়ে টিকিট করা, পুলিশ ক্লিয়ারেন্স ইত্যাদি কাজ জানতে হবে।