যাদের অনেক পুরাতন মডেলের ল্যাপটপ আছে কোনো রকম কাজ চালাচ্ছেন। কিন্তু র্যাম কমের জন্য একটু ঝামেলা হচ্ছে যেমন স্লো হচ্ছে, হ্যাং হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে৷ অনেক দেরি করে অন হচ্ছে, নোট এনাফ স্পেস দেখাচ্ছে ইত্যাদি ইত্যাদি। তেমন কোনো কাজ নেই জন্য টাকা খরচ করে অন্য ল্যাপটপও কিনতে চাচ্ছেন না তারা চাইলে আপনার ল্যাপটপ র্যাম বৃদ্ধি করে ল্যাপটপের পারফর্মেন্স উন্নত করতে পারেন।