ন্যাজ্য মূল্যে সব ধরনের গাছ এবং বাগান ক্রয় করা হয়।
সব ধরনের বৈধ গাছ এবং বাগান উপযুক্ত মূল্যে ক্রয় করা হয়। এছাড়াও মেহগুনি, সেগুন, কাঠাল, আম, জাম সহ সব ধরনের গাছ বাজার মূল্যে অথবা বর্থিত্ব হারে সাইজ কাঠ এবং গোল কাঠ ক্রয় করা হয়। উল্লেখ্য যে, গোল কাঠের ক্ষেত্রে আমাদের মনোনিত কাঠের গোলাতে এসে কাঠ ডেলিভারি দিতে হয়। আমাদের গাড়ি গিয়ে মাল নিয়ে আসলে নিজ দায়িত্বে উক্ত জেলার সিমানা পার করে দিতে হবে। যদি অন্য কেউ মাল সাপ্লাই দিতে চায় তাহলে মোবালে যোগাযোগ করার জন্য অনুরুধ করা যাচ্ছে। অন্যান্য সুযোগ সুবিধা আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে।
ঠিকানা:- আটি, নয়াবাজার, কেরানিগঞ্জ ও বসিলা, ঢাকা।