হেল্প ডেস্ক অফিসার হিসেবে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ গ্রাহকদের সেবা ও তথ্য সংক্রান্ত কাজে সহযোগীতা করার জন্য কয়েকজন শিক্ষিত ও আগ্রহী ছেলে এবং মেয়ে আবশ্যক যার ফুল টাইম/পার্ট-টাইম আকারে চকরি করতে পারবেন। এ ক্ষেত্রে নিয়োগকৃত হেল্প ডেস্ক অফিসাররা সপ্তাহে ১ দিন ছুটিসহ সাপ্তাহিক বেতনও চাইলে নিতে পারে।