আসসালামু আলাইকুম. আমি বাইক টি কিনেছি অফিসে যাওয়া আসার জন্য। এখন এই টা বিক্রির কারণ হচ্ছে আমি হায়ার সিসি বাইক কিনব যাতে ট্যুর দিতে পারি। বাইক এর কোনো কাজ নেই। আমি এখনো রানিং ইউজ করি। বলে রাখি আমি একজন বাইক মিস্ত্রি। তাই বাইক এর সকল কাজ আমি করে থাকি। যেহেতু নিজেই মিস্ত্রি তাহলে বুঝেন ই তো কোনো কাজ বাকি রাখি না। বাইক টা 1 লিটার এ প্রায় 40+ মাইলেজ দেয়। আর হ্যাঁ কাগজ পত্র আছে তবে মেয়াদ নেই. 2021 সালে ডেট শেষ হইসে। যদিও অনেক পুরোনো মডেল হওয়ায় এই সব গাড়ি পুলিশ ও ধরে না। আমি এই বাইক দিয়ে ঢাকার বিভিন্ন জায়গায় গুরি। বাইক এর হ্যান্ডেল টা মডিফাইট করা। এখন শুধু ট্যাংকি টা আর সাইট কভার তো হলুদ স্টিকার মেরে বাকি সব কালো রং করলে সেই একটি লুক হবে। গাড়ির বেরেক সু নতুন লাগাইছি। বলা যায় বাইক মোটামুটি সব সময় কমপ্লিট রাখি। আর গাড়ির সিকিরিউটি হিসেবে গাড়ির মেইন মালিকের nid কার্ড দেওয়া হবে মানে যার থেকে বাইক টা আমি কিনেছি।