যারা ফামের্সী কাউন্সিলরের আওতায় সি’ ক্যাটাগরি পরীক্ষা দিবে তাদের জন্য এই কোর্সটি খুবই উপকারি। এই পরীক্ষাটি অত্যান্ত প্রতিযোগিতা মূলক হয়ে খাকে। এই পরীক্ষাতে 200 MCQ প্রশ্ন থাকে। প্রচুর পরিমানে লেখাপড়া না করলে পাশ করা যায়না। এই পরীক্ষাটি প্রতি নিয়ত কঠিন থেকে কঠিনতর করা হচ্ছে। এই কোর্স টি 7টি মডিউলের মাধ্যমে পড়োনো হবে। এছাড়া বাংলাদেশের স্বাস্থ্য সেবা,সি ক্যাটাগরির ফার্মাসিষ্ট দায়িত্ব নীতিমালা,ঔষধের মান ও ঔষোধের ভূল প্রয়োগ আলোচনা করা হবে। এছাড়া নিম্নোক্ত বিষয় পড়ানো হবে।
1। 5টি মডেল টেষ্ট নেয়া হবে ।
2। বিগত বছরের প্রশ্ন ও প্রশ্নের উত্তর
3। নিজেস্ব ঔশধের দোকোনে হাতে কলমে শিক্ষা
4। ঔষধের জেনেরিক নাম ও কার্যকারিতা সম্নর্ধে আলোচনা করা হবে।
5। এছাড়াও ডায়বেটিক্স রোগির ছুগার নির্নয়,ব্লাড পেশার নির্ণয়,নেবু লাইজার দেওয়া,ফাস্টএইড দেওয়া সক্রান্র ব্যাপারে হাতে কলমে শিক্ষা দেওয়া হবে।
এখানে উল্লেখ্য যে, ফার্মেসী কাউন্সিলের সি’ কোর্সের রেজিষ্ট্রেশন ও পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে সরাসরি কাউন্সেলে যোগাযোগ করতে হবে।