এই ঘড়িটা আমাকে একজন গিফট করেছিল, কিন্তু আমি চেইন ঘড়ি পরিনা ,তাই বাসায় ফেলে রেখেছিলাম চালু অবস্থায় প্রায় ১ বছর এর মতো।
এখন টাকার প্রয়োজনে বিক্রি করতে চাই। যদি কেউ নিতে চান, তাহলে একটা ব্যাটারি লাগিয়ে নিতে হবে।
ঘড়ি এখনো ইনট্যাক্ট, কেনার দাম ২৫৫০ টাকা, আর সেল প্রাইস ১৫০০ টাকা।