পদ্মজা লিখেছেন ইলমা বেহরোজ। সেদিন শরৎ হেমন্তের সন্ধিক্ষনে নির্জন নিশীথে বয়ে যাওয়া হিমেল হাওয়ায় বিলের পদ্মের সঙ্গে ঘটে পূর্ণিমার চন্দ্রের প্রথম সাক্ষাৎ। হঠাৎ স্বচ্ছ জলে প্রতিবিম্বিত হয় কারো আবছায়া। কখনো তা বিশদ আভায় মোহময় করে তোলে চারপাশ — কখনো ঘোর অমাবস্যায় ছেয়ে যায় সমস্ত আকাশ!
বিক্রি করছি কারণ আমার পড়া শেষ, কেউ যদি নিতে চান তাহলে নির্দিষ্ট মূল্যে নিবেন কোন দামাদামি করবেন না