নমস্কার 🙏
আমি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের Refrigeration and Air-Conditioning (RAC) টেকনোলজির ৮ম পর্বের ছাত্র। কিকো লিঃ কম্পানির, প্রোজেক্ট: জনতা ব্যাংক প্রধান কার্যালয়ে HVAC প্লান্টে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে বর্তমান কর্মরত আছি এবং ডুয়েট ভর্তি পরীক্ষা প্রস্তুতি চলমান।
আমার অভিজ্ঞতা থেকে বলছি গত ৫ বছর এর বেশি বগুড়ায় টিউশনি করানো হয়েছে।
আমি ছাত্র-ছাত্রীদের পড়াতে ভালোবাসি এই জন্য আমি ঢাকাতে ছাত্র-ছাত্রী খোঁজ করছি।
এছাড়াও আমি সকল ছাত্র-ছাত্রীদের যত্ন সহকারে পড়িয়ে থাকি।
⭐ প্রে/শিশু শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত সকল বিষয়
⭐ ৬ষ্ঠ শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত গণিত বিষয়
বাসায় গিয়ে পড়ানো হয়।
আগ্রহী অভিভাবকগন এবং ছাত্র-ছাত্রী যেকোনো সময়ে কল/এসএমএস এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন।