আসসালামু আলাইকুম,
পরিদর্শক বৃন্দ আশা করি আপনারা সকলে ভালো আছেন।
ফোনের RAM/ROM 1/16 । ফোনটি আমি একেবারে শান্তিমত ইউজ করেছি। ফোনটিতে অনলাইন ক্লাস থেকে শুরু করে ইউটিউব, ফেসবুক সহ সকল ভারি ভারি এপ্লিকেশন অনেক smoothly run করে ফোনটিতে আজ পর্যন্ত কোন ল্যাকিং ইস্যু পাইনি এবং আজকে পর্যন্ত ফোনটি কখনো ভারি মারেনি অথবা হ্যাং হয়ে যায়নি। আর ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো ।আপনি যতই ইউজ করেন একদিনের চার্জ শেষ করা সম্ভব না। কম বাজেটের মধ্যে বলতে গেলে ফোনটি একেবারে অসাধারণ।
বলতে গেলে ফোনের কোন সমস্যা নেই তবে একটি ছোট্ট সমস্যা আছে যেটি আমি আপনাকে খোলা-খুলি বলবো । সেটি হচ্ছে ফোনের নিচের volume button কাজ করে না তবে উপরের button ঠিকই কাজ করে। আপনি যদি ফোনটি নেন তাহলে আমি আপনাকে সমস্যাটি অবশ্যই সমাধান করে দিব।
আর আমি যেহেতু দাম সহনীয় পর্যায়ে রেখেছি তাই অবশ্যই কেউ অযথা দামাদামি করবেন না। এর থেকে সামান্য উপর নিচ হতে পারে তাই আপনারা নিজের সম্মান রক্ষার্থে যুক্তিসম্ম দাম বলবেন।
ডিভাইসের সাথে এর cover ব্যতীত আর কিচ্ছু নেই।।