সৌদি আরবে ফুড ডেলিভারি রাইডার প্রয়োজন (হাঙ্গর স্টেশন,জায়েজ,নুন)
🇸🇦সৌদি আরবে হাঙ্গার স্টেশন ফুড ডেলিভারি কাজে বাইক রাইডার পদে নিয়োগ🏍️।
+++নিয়োগ প্রক্রিয়া+++
📃প্রয়োজনীয় কাগজপত্রাদি:
1. মূল পাসপোর্ট।
2. পাসপোর্ট সাইজের 12 কপি ল্যাব প্রিন্ট কালার ছবি।
3. সৌদি আরবের জন্য মেডিকেল টেস্ট রিপোর্ট :
*মেডিকেল খরচ ১০ হাজার টাকা (স্লিপ ১৫০০ টাকা এবং ক্লিনিক এ জমা দিতে হবে ৮৫০০ টাকা)। মেডিকেল রিপোর্ট পেতে সময় লাগবে ৩-৪ দিন ।
4. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট:
* আপনার নিজ থানা থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করে আমাদের দিতে হবে।
5. ভিসা:
*আমরা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেলে আপনার ভিসার জন্য আবেদন করব।
6. BMET কার্ড:
* ভিসা হওয়ার পর আপনার নিকটস্থ জেলায় টিটিসি ট্রেনিং সেন্টারে গিয়ে সৌদি আরবে গমনের জন্য আপনাকে তিনদিনের ট্রেনিং সম্পূর্ণ করতে হবে। এরপর ট্রেনিং সার্টিফিকেট নিয়ে আমাদের দিতে হবে।
আমরা আপনারBMET (ম্যানপাওয়ার কার্ড) সম্পূর্ণ করব।
✈️ ম্যানপাওয়ার সম্পন্ন হলেই আমরা ৭ থেকে ১০ দিনের মধ্যেই আপনাকে ফ্লাইট দিয়ে দিব ✈️।
***পেমেন্ট সিস্টেম ***
1. ভিসা ফি: 3,20,000 (তিন লক্ষ বিশ হাজার) টাকা মাত্র।
2.ভিসা হবার আগে আমরা কোন টাকা নেই না। ভিসা হবার পর অনলাইনে ভিসা চেক করে তারপর ১ লাখ টাকা জমা দিতে হবে, বাকি টাকা ফ্লাইট এর আগে পরিশোধ করতে হবে।
*ভিসা এবং ফ্লাইট টোটাল প্রসেসিং এ সময় লাগবে ১ মাস *
***সৌদি আরবে কোম্পানিতে পৌঁছানোর পর***
1.ইকামা, ড্রাইভিং লাইসেন্স হতে সময় লাগবে ২০-২৫ দিন (এই সময় থাকা এবং খাওয়ার খরচ কোম্পানি বহন করবে)
2. বাইক, বাইকের তেল সব কোম্পানি বহন করবে।
*ই-কামা ও ড্রাইভিং লাইসেন্স করা হলে আপনি কাজে যোগদান করবেন এবং সেইদিন থেকেই আপানার স্যালারি শুরু হবে।
***বেতন***
2,000 রিয়াল ( বেসিক 1,800+ খানা 200)।
*কমিশন *
১৫ ডেলিভারির পর প্রতি ডেলিভারিতে ৭ রিয়াল করে কমিশন পাবে। এই কমিশন মাস শেষে বেতন এর সাথে এড হবে।
***ডেলিভারি টার্গেট**
প্রতিদিন ১৫টি ডেলিভারি দিতে হবে, মাসে ৪৫০ টি।
(কোন কারনে যদি ৪৫০ টি টার্গেট পূরণ না হয় তবু সে ২০০০ রিয়াল বেতন পাবে।)
টিপস:
কাস্টমার খুশি হয়ে টিপস ও দিতে পারে। এটা আপনার একান্ত নিজের। ক্যাশ এ দিলে অই সময়ই পাবেন। আর যদি অনলাইন এ পেমেন্ট করে তবে সেলারির সাথে এড হবে।
চুক্তিপত্র:
আপনি যদি সাপ্লাই কোম্পানি প্রমাণ করতে পারেন, বেতন কম হয় বা কথার সাথে কাজের মিল না থাকে তাহলে আমরা দেশে নিয়ে এসে সমস্ত টাকা ফেরত দিব, এই রকম একটা চুক্তিপত্র আমরা আপনাকে স্ট্যাম্প করে দিব।
*যোগাযোগ*
আল ওয়াফি ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি
কুড়িল বিশ্বরোড (খিলক্ষেত), ঢাকা ।
(আল নুর জামে মসজিদ এর পাশের বিল্ডিং ৩০০ ফিট রাস্তার মাথায়)
মোবাঃ হোয়াটসঅ্যাপ ইমু অ্যাপ। ✅✅
প্রসেসিং সিস্টেম:
পাসপোর্ট আর ১২ কপি ল্যাব প্রিন্ট সাদা ব্যাকগ্রাউন্ড এর ছবি নিয়ে আমাদের অফিস আসতে হবে। এসে মেডিকেল করতে হবে। মেডিকেল খরচ ১০ হাজার টাকা মেডিকেল রিপোর্ট পেতে ৩-৪ দিন সময় লাগবে। মেডিকেল ফিট আসলে পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স পেলে আমরা ভিসা লাগাব। ভিসা হবার পর টিটিসি ট্রেইনিং করতে হবে। তারপর ম্যানপাওয়ার হবে। ম্যানপাওয়ার হবার ৭-১০ দিনের মধ্যে ফ্লাইট দেয়া হবে।
পেমেন্ট সিস্টেম :
এই ভিসার খরচ পরবে ৩ লাখ ২০ হাজার, ভিসা হবার আগে আমরা কোন টাকা নেই না। ভিসা হবার পর চেক করে তারপর ১ লাখ টাকা দিতে হবে, বাকি টাকা ফ্লাইট এর আগে। ভিসা এবং ফ্লাইট টোটাল প্রসেসিং এ সময় লাগবে ১ মাস ১০ দিন।
আকামা ও ড্রাইভিং লাইসেন্স:
আকামা, ড্রাইভিং লাইসেন্স, বাইক, বাইকের তেল সব কোম্পানি বহন করবে। আকামা ও ড্রাইভিং লাইসেন্স হতে ২০-২৫ দিন সময় লাগবে। এই সময় থাকা এবং খাওয়ার খরচ কোম্পানি দিবে। আকামা ও ড্রাইভিং লাইসেন্স করা হলে আপনি কাজে যোগদান করবেন এবং সেইদিন থেকেই আপানার স্যালারি শুরু হবে।
বেতন:
বাইক ফুড ডেলিভারিতে বেতন হবে ২০০০ রিয়াল, ১৮০০ রিয়াল বেসিক এবং খাওয়ার জন্য ২০০ রিয়াল। এছাড়া কমিশন ও টিপস এর ব্যাবস্থা আছে।
টার্গেট:
টার্গেট প্রতিদিন ১৫ ডেলিভারি। মাসে ৪৫০ টা। কোন কারনে যদি ৪৫০ টা টার্গেট না হয় তবু সে ২০০০ রিয়াল পাবে।
কমিশন :
১৫ ডেলিভারির পর প্রতি ডেলিভারিতে ৭ রিয়াল করে কমিশন পাবে। এই কমিশন মাস শেষে বেতন এর সাথে এড হবে।
টিপস:
কাস্টমার খুশি হয়ে টিপস ও দিতে পারে। এটা আপনার একান্ত নিজের। ক্যাশ এ দিলে অই সময়ই পাবেন। আর যদি অনলাইন এ পেমেন্ট করে তবে সেলারির সাথে এড হবে।
এগ্রিমেন্ট:
আপনি যদি সাপ্লাই প্রমাণ করতে পারেন বা বেতন কম হয় বা কথার সাথে কাজের মিল না থাকে তাহলে আমরা দেশে নিয়ে এসে সমস্ত টাকা ফেরত দিব, এই রকম একটা এগ্রিমেন্ট আমরা স্টাম্পিং করে দিব।
- Research the job & company before applying
- Don’t go to remote places for interviews