মার্কেটে গিয়ে দোকানে দোকানে মশার কয়েল এর অর্ডার কাটতে হবে। আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এর কয়েল আছে। সাভার এ মার্কেটিং করে সেলস বাড়াতে হবে। অতএব মার্কেটিং এর অভিজ্ঞতা থাকতে হবে। আমাদের কয়েল এর মান অত্যন্ত ভালো সুতরাং সেলস নির্ভর করবে পুরোপুরি আপনার মার্কেটিং এর উপর। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এছাড়াও কমিশন এ কাজ করার সুযোগ রয়েছে। প্রতিদিন সেলস এর নির্দিষ্ট টার্গেট কমপ্লিট করতে পারলে কমিশন দেয়া হয়। বিস্তারিত জানার জন্য কল করতে পারেন।