জরুরি ভিওিতে সিঙ্গাপুরে ওয়ার্ক ভিসায় কিছু দক্ষ এবং অদক্ষ কর্মীর প্রয়োজন।
শিক্ষাগত যোগ্যতা :কমপক্ষে এস এস সি/SSC।বয়স:১৮ থেকে ৪০ বছর। শুধুমাত্র পুরুষদের জন্য। ###ট্রেড সমূহ /নিয়োগের ক্ষেত্র সমূহ : ১.ওয়েলডার 3g, 4g , 6g, T i g , MICg ২. স্টিল পিকচার। ৩.পাইপ ফিটার। ৪.সাটারিং কার্পেন্টার । ৫.টাইলস। ৬.স্কেপ ফোল্ডার। ৭. ব্রিক লেয়ার। ৮.ম্যাসন প্লাস্টার। ৯.সাটারিং কার্পেন্টার। ###চাকরির ধরণ: ১.চাকরির মেয়াদকাল দুই বছর। ( পুনরায় নবায়নযোগ্য) ###সুযোগসহ সুবিধা সমূহ: ১:বাসস্থান কোম্পানির। ২:খাবার নিজের। ৩.চিকিৎসা ও ইন্সুরেন্স যে দেশে যাবেন সে দেশের লেবার আইন অনুযায়ী হবে। ৪. ওভারটাইম করার সুযোগ সুবিধা আছে। ###প্রয়োজনীয় ডকুমেন্ট : ১:পাসপোর্ট এর মূল কপি। ২:পাসপোর্ট সাইজের আট কপি ছবি। ৩:পুলিশ ক্লিয়ারেন্স। ৪:ভ্যাকসিন সার্টিফিকেট। ###বিশেষ দ্রব্যষ্ট : ১.সকল কর্মী ডেলিগেট কর্তৃক নির্বাচিত হবে এবং ট্রেনিং/ট্রেড হিসেবে বেতন নির্ধারণ করা হবে। ২.ভর্তি ফি জমা করে প্রশিক্ষণ নিতে হবে এবং ভিসার খরচ ভিসা হওয়ার পর দিতে হবে। ৩.ভিসা খরচ ২ লক্ষ ২০ হাজার টাকা মাত্র। ৪.অদক্ষ কর্মীগণকে আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিতে হবে । এক্ষেত্রে শুধুমাত্র প্রশিক্ষণ ফি ও পাসপোর্ট জমা দিতে হবে। প্রশিক্ষণ ফি: ১:ওয়েল্ডিং স্টিল ফিটার ও পাইপ ফিটার প্রশিক্ষণের ক্ষেত্রে প্রশিক্ষণ ফি ৩৫০০০ টাকা মাএ এবং মেয়াদকাল ২ মাস। ২). কনস্ট্রাকশন ও অন্যান্য প্রশিক্ষণ ফি ট্রেডে ১৫ হাজার টাকা মাএ স্টেশন অন্যান্য ট্রেডে ১৫ হাজার টাকা মাএ এবং প্রশিক্ষণকাল একমাস।