সুপার,ভাইজার পোস্টে কাজ হলো আপনার আন্ডারে ৭থেকে ৮জন লোক থাকবে আপনি তাদের কে দেখাশোনা করবেন এক কথায় আপনাকে তাদের টিম লিডার হয়ে কাজ করতে হবে।যেমন তারা কে কখন ডিউটিতে আসলো কে কত ঘন্টা ডিউটি করলো কে কত ঘন্টা ওভার টাইম করল। কেউ কাজে ফাকিবাজি করছে কিনা।এমনকি তাদের ডিউটি নির্ধারণ করা
তাদের ডেইলি রেগুলেশন গুলা আপনার সিনিয়র কর্মকর্তাকে ইনফর্ম করা এবং হাজিরা সিটের মাধ্যমে তাদের উপস্থিতি কনফার্ম করাই হচ্ছে আপনার মূল কাজ!