বিএস৬ ইনজিন,পিছনে টেল লাইট, লাল কালার,এক হাতে চালিত।যত্ন সহকারে চালানো হয়েছে।কোন একসিডেন্ট হিস্টোরি নেই। হোয়াটসঅ্যাপ এ কিছু জানার থাকলে কল দেওয়া যাবে।অন টেস্ট অবস্থায় আছে।খুলনার শো রুম পেপার।জেনুইন মিটার।কোন মিটার ট্যাম্পারিং করা হয়নি।বিভিন্ন দোকান শো রুমে মিটার ট্যাম্পারিং করা হয়।ঝকঝকে তকতকে করে রাখা হয়। আমার বাইক যে ভাবে চালাই সেভাবেই ছবি দেওয়া হয়েছে।আমার শরীর টা বেশি ভালো না।হার্ট এ রিং লাগানো। বেশি একটা চালাই না।দাম এর বিষয়ে কিছু টা আলোচনার সুযোগ আছে।ধন্যবাদ।