কুরআন ও হাদিসের দৃষ্টিতে মধু:
মধু এক ধরণের ঔষধি গুণের অধিকারী তরল পদার্থ।
মধু সম্পর্কে মহান রব্বে কারীম বলেন: মধুতে মানুষের বহু রোগ-ব্যাধির চিকিৎসা রয়েছে। [সূরা আন-নহল ৬৯]
আয়িশা রা.বলেন: রাসূল ﷺ হালওয়া ও মধু ভালোবাসতেন।
[বুখারী, হাদিস নং ৫৪৩১]
ইবনু ‘আব্বাস রা. থেকে বর্ণিত: নবীজী ﷺবলেছেন, তিনটি জিনিসের মধ্যে রোগমুক্তি আছে। ১.মধু পানে, ২.শিঙ্গা লাগানোতে, ৩. আগুন দিয়ে দাগ লাগানোতে। আমার উম্মাতকে আগুন দিয়ে দাগ দিতে নিষেধ করছি।
[সহিহ বুখারী, হাদিস নং ৫৬৮০]
আবু হুরায়রাহ রা. থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ কোন ব্যক্তি প্রতি মাসে তিন দিন ভোরবেলা মধু চেটে চেটে খেলে সে মারাত্মক কোন বিপদে আক্রান্ত হবে না।
[ ইবনে মাজাহ ৩৪৫০, সনদ দুর্বল]
আবদুল্লাহ বিন মাসঊদ এবং সুফিয়ান সাওরী রাহ. বলেছেন: দুটি রোগ নিরাময়ক জিনিস কুরআন এবং মধুকে আকড়ে ধরো।
[বাইহাকী ১৯৫৬৫, আত-তিব ৬৮৯, মুসতাদরক ৭৪৩৫]
আবূ সা‘ঈদ (রাঃ) থেকে বর্ণিতঃ
এক ব্যক্তি নবী ﷺ এর নিকট এসে বলল: আমার ভাইয়ের পেটে অসুখ হয়েছে। তখন নবী ﷺ বললেনঃ তাকে মধু পান করাও। এরপর লোকটি দ্বিতীয়বার আসলে তিনি বললেনঃ তাকে মধু পান করাও। অতঃপর তৃতীয়বার আসলে তিনি বললেন তাকে মধু পান করাও। এরপর লোকটি এসে বললঃ আমি অনুরূপই করেছি। তখন নবী ﷺ বললেনঃ আল্লাহ্ সত্য বলেছেন, কিন্তু তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে। তাকে মধু পান করাও। অতঃপর সে তাকে পান করাল। এবার সে রোগমুক্ত হল।
[সহিহ বুখারী, হাদিস নং ৫৬৮৪,মুসলিম ২২৬৭, আহমাদ]
যে কোন প্রকারের খাঁটি মধুর জন্য যোগাযোগ করুন আমাদের সাথে। #লাযীয অর্গানিক ফুড, যুগিরঘোল চত্বর, বেলায়েত হোসেন সুপার মার্কেট, ভোলা সদর ভোলা।